...

2 Reads

মেঘলা আকাশ লিখি মনের বালুকাবেলায়
আমার হারিয়ে গিয়েছে ঠিকানা যেথায়
যার কাছেতে মন বন্ধক রেখেছিলাম
সে আমাকে তাড়িয়ে দিল
ছড়িয়ে গেল পুঁতির মালা হারিয়ে গেল বিষাদবিকেল
অল্প কথার গল্পগাথা নিমেষ হারাই
তবুও আশায় বক্ষ বাঁধি একদিন ঠিক
তৈরি হবেই গল্প মোদের
সেই ঠিকানায় চেনা চিঠির আদরভাঁজে
যেথায় কেবল রামধনু রং একলা সাজে মনের মাঝে...

-Nemo

9 May 2024
Thursday
3-38 pm.

#kaustavmondal