...

3 Reads

#सितारोंमेंआशा

(Quote-1: কাব্য ভরা তারা হয় কি আশা ভরা ?)

মনের অনুভূতিতে আকাশের 'তারা'
যেন কত কাছের
বোধহয় এর চেয়ে কাছে দেখিনি কখনো তাই,
বিজ্ঞান ও বলছে বহুদুর ,যাবে আরো দুর
তবে কি আশায় রচি আঁধারে
বলতো আশার এ খেলাঘর?

**KRN** 29.08.2024.T
Writco: 31.08.2024
#25.08.2024