...

3 Reads

* যে কথা বলা যায় না
বুঝিয়ে নিতে হয়,
হৃদয় দিয়ে-
যাকে দেখা যায় না
বেঁধে নিতে হয়-
ভালোবাসার বিনিময়ে।
সব পাওয়া যায় না জীবনে
থাক না কিছু
না পাওয়া-
যা আছে তাই ভালো,চাই না
আর বেশি কিছু,
ছোট্ট আশা
ছোট্ট স্বপ্ন টুকু,
চলছে চলুক সময় বহে
আনন্দ ধারায়-
আলোয় আলোয়
সুখে কাটুক বাকি সময়।
Debabrata Deb*