...

1 Reads

বিশ্বাস করেছি, কোনো অন্যায় তো করিনি। বলেছিলাম, পাশে থাকব। থেকেছি। কিন্তু, সে চলে গেল। অবুঝের মতো। বুঝল না। আমার মনের কথা শুনল না, শুনতে পেল না! আমার ভাগ্য তো ভালোবাসা পাওয়ার জন্য নয়, তা বারে বারে প্রমাণিত হয়েছে, হচ্ছেও। তবুও আমি আশা করে থাকি একটু বিশ্বাস, ভরসার আশায়, আর বারে বারে ঠকি! 🥺 আসলে আপনি যতই কাউকে ভরসা করুন না কেন, সবাই বিশ্বাসটা রাখতে পারে না, ভরসা দিতে পারে না!

#kaustavmondal