আলোর খবর দিলে
আলোর খবর দিলে
শ্রী রাজু গরাই ২৩শে সেপ্টেম্বর ২০২৪
সোহাগ বাঁধনে যে বাঁধলো ভালোবেসে
ঐ অগোছালো চোখের চাওয়ায়,
আলোর খবর দিলে
হারিয়ে ফেলো না তারে অতৃপ্ত হাওয়াই।
হাত হাতে রেখে চলো পথ
শুধিও, করতে শপথ--
"অসুখে থাকবে পাশে
দু'য়ে এক হবে স্মিতহাসে।"
অন্তরালে বিরহের অভিমানে
একটু পাশে বসো,
স্পর্শ করো কপোল আলতো করে যতনে--
দেখো, দুই পাড়ের সংযোগ সেতু প্রিয়সম্বোধনে।
কাঁপা কাঁপা ঠোঁটে সে ছুঁয়ে দিলে মন
চোখের ভাষাতে শোনাও অন্তরের বাঁশি
বেনামীনোলোক তোমার নামে, হয়েছি উদাসী।
এসো না আজ দু'য়ে এক হয়ে ভালোবাসি।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #poetrylovers #RajuGarai #letter #Love&love #viral #latter
শ্রী রাজু গরাই ২৩শে সেপ্টেম্বর ২০২৪
সোহাগ বাঁধনে যে বাঁধলো ভালোবেসে
ঐ অগোছালো চোখের চাওয়ায়,
আলোর খবর দিলে
হারিয়ে ফেলো না তারে অতৃপ্ত হাওয়াই।
হাত হাতে রেখে চলো পথ
শুধিও, করতে শপথ--
"অসুখে থাকবে পাশে
দু'য়ে এক হবে স্মিতহাসে।"
অন্তরালে বিরহের অভিমানে
একটু পাশে বসো,
স্পর্শ করো কপোল আলতো করে যতনে--
দেখো, দুই পাড়ের সংযোগ সেতু প্রিয়সম্বোধনে।
কাঁপা কাঁপা ঠোঁটে সে ছুঁয়ে দিলে মন
চোখের ভাষাতে শোনাও অন্তরের বাঁশি
বেনামীনোলোক তোমার নামে, হয়েছি উদাসী।
এসো না আজ দু'য়ে এক হয়ে ভালোবাসি।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #poetrylovers #RajuGarai #letter #Love&love #viral #latter