...

5 views

আবশ্যক
অন্তহীন মহাকাল নীরব নিস্তব্দ
অসীম নিরাআকার অস্তিত্ব
কোটি কোটি গ্রহতারা সাক্ষী
আলো আর অন্ধকারে,ছায়াপথে
জনস্রোতে মহামানবের বিশৃঙ্খল
জীবনধারা ভূমন্ডলে অবিরাম চলে,
রোজগেরে ঘূর্ণিপাকে,
প্রতিদিন আসল ভুলে নকল ধরে
ভোগের পিছে গেছে অতলে বহুজন ক্ষণিকের লোভে,
মনের মানুষ ছেড়ে মোহের নেশায়
অন্ধকারে ডুবে,
আপামর জনগণ অদৃশ্য ভাগ্যের এ সদাই দোষে,
মানুষে মানুষে ব্যাবধান করে ধর্মে,বর্নে কুলে অকুলে,
জাহির করে সম্পদে কত না কিছুতে
বৃথা অহংকারে,
জেনে ও অবুঝ হয় বহুজনে নিজ স্বার্থের অন্বেষণে।
© Debabrata Deb