...

1 views

ফিরতে চাই আমি
ফিরিতে চাই আমি।
তোমার হাত টি ধরে
চলে যেতে চাই বহু দুরে
নিরবতা যেথা করিছে বিরাজ
নেই স্পন্দন কোন প্রানের।
নিস্তব্দ তার মাঝে
যেথা জ্যোনাকির আলো
মিটি মিটি জ্বলে।
শোনা যায় শুধু
বাতাসে শুন শুন শব্দ।
আন্তরিকে এক রাস কালো মেঘ
ভেষে যাবে
পদতলে ধরণী রবে নিস্তব্দ
নিশ্চলা ধরণীর বুকে
প্রতি ক্ষনে ক্ষনে
সাগর শুনাইবে তার নুপুরের শব্দ।
জ্যোৎস্নারা আসি বালু চড়ে মিশি
ছড়াইবে তার ষ্নিদ্ধতার আলো।
যেথা অসহায় তীর হইয়া অধির
অপেক্ষায় রবে তরঙ্গের।
যেথা নীরব আকাশ নিশ্তব্দ হইয়া
চাহিয়া রহিবে তার ধরণীর দিকে।
© jayentimondal