...

18 views

নদীর গল্প
সৃষ্টির আদিম কোনো লগ্ন…
একটা নদীর হল জন্ম
কোনো এক হিমবাহ
রোদের উত্তাপ মেখে
তার আনন্দ অশ্রুতে
অস্তিত্ব দিল রেখে।
পাহাড়ের কোলে কোলে
ঘুমপাড়ানি গান, বেড়ে ওঠা
সেই পাহাড়ের বুকেই
গভীর নিলয়ে তার বাস
পাহাড়ী ছোট নদী
শান্ত নিশ্বাস প্রশ্বাস।
ধীরে ধীরে সে বড় হয়
পরম আনন্দে
পাহাড়ের কোল থেকে
নেমে আসে সমতলে।
পাহাড়ের থেকে বয়ে আনা
শিক্ষা, স্নিগ্ধতা, চেতনা
নিয়ে এগিয়ে চলা।
ভূমিরূপে আঁকি বুঁকি
আনকোরা জলছবি
রেখে আসা ইতিহাস বলা।
ক্রমে গড়ে ওঠা সভ্যতা
তার আনাচে কানাচে
তার গতি পাল্টায় - বাঁধ বনে
বেঁধে রাখো - প্রয়োজন আছে।
প্রবল চিৎকার - প্রবল গর্জন
তার চেনা চেতনা
বারবার কড়া নেড়ে যায়
লক গেটে
নদীর পাড়ে জল বাড়ছে
সভ্যতা তাকে গাল পাড়ছে
পাছে বন্যা পড়ে ফেটে।
এসব সয়েও বইছে খালি
এক্সকেভটর তুলছে বালি।
এমন ভাবেই নগর জীবন গেলো
এখন গতি অনেক স্লথ
অভিমান আর দুঃখ যত
নিজের বুকের মাঝেই উগরালো।
এরম করেই দুপার ভাঙে
ডাক পড়েছে উজান গাং এ
সাগর পেলে বাঁচি
মিলল সেথা সকল নদী
পথে দেখাও হয়নি যদি
দেওয়া হলো না ফাঁকি।
সাগর
সেথায় আর কোথায় নদী
কালের নিয়ম আবার যদি
রোদে গলে হিমবাহের মন
বইয়ের পাতায় খুঁজবে কাকে
মানচিত্র তাকিয়ে থাকে
নদীটির নাম
জীবন।

© জিপ্`সি
২৭ শে অক্টোবর, ২০১৯