...

17 views

অধরা সময়
অধরা সময়টা
পিছু ডাক শোনে না মোটে
জড়ো করে কাটাই
যতটুকু হাতে জোটে

ফিরে আসার কথা
কেউ রাখেনি শিখিয়ে
সকালটা দুপুর হলে কি
সন্ধ্যেটা যায় পিছিয়ে?

আনন্দের বৃষ্টিতে
ভেজে এ মন আপন খেয়ালেই
রোগটা যে পরে হয়
পরে হলো সেই বিকেলেই

জ্বরের ঘোরে-তে
কাকে যেন ডাকে সে
সেই ডাকে সাড়া পেলো না
আর সে ফিরে এলো না

কত বাণ তূণে ছিল
কেউ কি তা গুনেছিলো
হিসেবটা দিয়ে গেলো না
আর সে ফিরে এলো না...



তবু চোখের আড়াল
হয়নি সে কখনোই
আগে আগে চলে শুধু
ব্যাস ওইটুকুই

হাত বাড়ালেও তবু
পারবেনা ছুঁতে
দৃষ্টি ঝাপসা মনভাঙা
অশ্রুতে, অশ্রুতে...

আনন্দের বৃষ্টিতে
ভেজে এ মন আপন খেয়ালেই
রোগটা যে পরে হয়
পরে হলো সেই বিকেলেই

জ্বরের ঘোরে-তে
কাকে যেন ডাকে সে
সেই ডাকে সাড়া পেলো না
আর সে ফিরে এলো না

কত বাণ তূণে ছিল
কেউ কি তা গুনেছিলো
হিসেবটা দিয়ে গেলো না
আর সে ফিরে এলো না...

© Avik Ghosh

This song was performed live by our band "Kanchpoka". The band is no more 😔 but thought I will share the lyrics of the song with you...

I will appreciate if you comment your thoughts about the lyrics. 🤗