...

16 views

চৌকিদারের প্রতি
গেরুয়া হয়তো তোমার রক্ত -
ওদের রক্ত সবুজ,
আমার রক্ত টকটকে লাল -
তাই, বড্ড বেশি অবুঝ।

তোমার চামড়া হয়তো সাদা -
কালো অন্যজনে;
আমার চামড়া ধূসর-
তাই, হাত ধরতে জানে।

তুমি ছুঁড়বে ইঁট - পাটকেল;
জে.এন.ইউ তে লাঠি -
আমার কলম লিখতে জানে
গোলাপ মিছিলে হাঁটি।

' ভক্ত ' হইনি শক্ত হতে -
শিরদাঁড়াতে টান;
' ভারত ' আমার জন্মভূমি; -
আমার বাসস্থান।

রাত্রে ঘুমাই - আমি ' নাগরিক '-
সকালে -' রিফিউজি'র স্ট্যাম্প
আমার ঠিকানা লিখলে, তুমি
' ডিটেনশন ক্যাম্প '।

আমার ভোটেই তোমার গদি,
আমিই ' বহিরাগত ' আবার,
' নাগরিকতা '- র সার্টিফিকেট -
তোমার, আছে তো -' চৌকিদার '?

© জিপ্`সি
৯ই জানুয়ারী ২০২০