...

16 views

চৌকিদারের প্রতি
গেরুয়া হয়তো তোমার রক্ত -
ওদের রক্ত সবুজ,
আমার রক্ত টকটকে লাল -
তাই, বড্ড বেশি অবুঝ।

তোমার চামড়া হয়তো সাদা -
কালো অন্যজনে;
আমার চামড়া ধূসর-
তাই, হাত ধরতে জানে।

তুমি ছুঁড়বে ইঁট - পাটকেল;
জে.এন.ইউ তে লাঠি -
আমার কলম...