...

1 views

সহস্রাব্দের প্রতিক্ষায়
দীর্ঘদিনের নিঃসঙ্গতা কাটিয়ে হঠাৎ তুমি আসবে,
আমায় নতুন দিনের আশা দেখিয়ে,
দীর্ঘদিন নিঃসঙ্গের উপবাস কাটিয়ে।।
আমিও পাবো নতুন প্রাণ
কথার জাদুতে তুমি মারবে বাণ।

সকল নিস্তব্ধতা কাটিয়ে তুমি আসবে
স্তব্ধ অরণ্যেকে আবার নতুন কথা চাষ করবে
নানান কথার ছড়াছড়ি পার হবে বেলা
বসবে আবার রাত্রীকালীন হাজার কথার মেলা।

এই একাকিত্বের কালো আড়াল করে তুমি জ্বালাবে আলো
হয়তো-...