...

5 views

প্রতিধ্বনি
জমানো আবেগ, কিছু ভাবাবেগ -
রাতজাগা অভিমান আর
ছেঁড়া ডাইরির পাতা অনেক !
কোনোকিছুতেই পারেনা তোমায় বলতে মনের কথা ;
সিলিং ছোঁয়া কথার পাহাড় তবুও
জানোনা তুমি এমনের ব্যথা !
নদীর মতো বহমান তুমি তাই বয়ে যাও আপন গতিতে ;
পাহাড় হলে কিছুটা তো প্রতিধ্বনি ফেরত আসতো আমার কাছেতে ....

© Taan💙