...

16 views

অভিমান
রাগ নয়,এসেছিল অনেকখানি অভিমান। তাকে নাম দিয়েছিলাম অবহেলা।
সদ‍্য স্নান সেরে ফেরা কৃষ্ণবিলম্বিত কেশে ছিল একরাশ দাবি।
আশ্রয় দিয়েছিলাম সযত্নে,ভালোবেসেছি গোপনে,-ছদ্মবেশি অবহেলা।

অভিমান ছিল বড্ড অভিমানি। কোনদিন বলেই নি যে,তার নাম'অভিমান'।
নিঃশব্দে ফুরিয়ে গেছে শুধু।
শিতের বারান্দায় অবহেলার প্রলেপ মেখে,
দু-চারটি গল্প লেখে।
অসমাপ্ত কিছু গল্প।।
রাগ নয়,এসেছিল অনেকখানি অভিমান।
নাম রেখেছিলাম অবহেলা।

কোনো এক নক্ষত্রালোকিত রাতে
পূর্ণচন্দ্রের কলঙ্ক যেথায় প্রস্থান করে সময়ের পথে,
যদি তারে দেখি দূর হতে,বিনম্র নয়নে
চিনিব কি তারে?
ডাকিব কি তারে 'অভিমান' বলে?