কবিতা : কনে বিদায় ক্ষণে মা
কবিতা : কনে বিদায় ক্ষণে মা
এলো কোল আলো করে,
হাঁসপাতালে ,
তাই শঙ্খনাদ ছাড়া
তবু জেনেছিল
নিকট আত্মীয় বন্ধুরা।
হল কোলছাড়া
করে আমাদের খুশিতে আত্মহারা,
তবু ছিল বছর কয়
আমাদের স্বত্তায়
যেন নাট বোল্টে জোড়া।
ধীরে ধীরে শিথিল হওয়া মননে
অনেকটা প্রয়োজনে ,
হয়ে গেল বহুদিন ঘরছাড়া...
এলো কোল আলো করে,
হাঁসপাতালে ,
তাই শঙ্খনাদ ছাড়া
তবু জেনেছিল
নিকট আত্মীয় বন্ধুরা।
হল কোলছাড়া
করে আমাদের খুশিতে আত্মহারা,
তবু ছিল বছর কয়
আমাদের স্বত্তায়
যেন নাট বোল্টে জোড়া।
ধীরে ধীরে শিথিল হওয়া মননে
অনেকটা প্রয়োজনে ,
হয়ে গেল বহুদিন ঘরছাড়া...