...

3 views

ভালো লাগে
ভালো লাগে
- রাজু গরাই ২৫ শে জানুয়ারি ২০২৫

ভালোবাসা কি কোন বিলাসিতা !
বলি নি কখনও,
নিঃস্বার্থ অনুভূতি 'ভালোবাসা' বুঝেছি।
এ কথা বলার সাহস দেখায়নি কোনোদিন
"খুব সুন্দর দেখাচ্ছে তোমায়।"
বলতে গিয়েও ঢোক গিলে গিলে বলতে পারি নি!
কতকগুলো জন্মদিনে বুঝেছি
ভালোলাগতো তোমায় আগাগোড়া
কিন্তু, বলতে পারিনি।
অর্থের হাহাকার বদলে দিয়েছে সমাজ।
খেয়ালই করিনি ওই চোখে রঙের বাহার ...