...

8 views

এনালগ হয়ে ডিজিটাল
তুমি হঠাৎ কখনো চোখে পড়ে যাও-
ব্যস্ত সড়ক পথে, উন্মুক্ত রিক্সায়,
কখনো সুপার মলে ,
সেই আগের মতই রেশমী চুল,
টানা চোখ, নতুন কুঁড়ির মতন
উচ্ছল, হাসিখুশি ঝলমলে।

কখনো রেলওয়ে স্টেশনে
দীর্ঘ অবসর। ফেইসবুকে
তুমি ঝুঁকে আছো,
কাঁধে ঝোলানো ব্যাগ,
হয়তো সামার ভেকেশন,
বাড়ি ফেরার পথে-
তোমায় আমি
চিনে ফেলি দূর হতে।

কাছে আসি ছায়ার মতন।
তোমার মুখ দেখি ,
তোমার চুল বাঁধা দেখি,
তোমার কপোলের ঘাম দেখি,
আর চুপিচুপি ফিরে আসি,
বড় সাধ হয় যেন আমি
আবার তোমায় ভালোবাসি।

তুমি কতোবার ফিরে আসো-
এনালগ হয়ে ডিজিটাল,
সোনালী চিঠির খাম ছেড়ে-
ফেইসবুকে মেসেঞ্জারে।
আমি অথচ হারিয়ে গেছি
আর ফিরে আসি না,
আসিই না একেবারে।


© Akbar husen2