...

5 views

আগে পড়ুন পাঠক

শোনেন পাঠক ভাই বোনেরা,
পড়তে লাগে কয়েক সেকেন্ড,বুঝতে লাগে মিনিট খানেক।
এই সময় না দিলে কিছুই বুঝতে পারবেন না।
আমাদের পরিশ্রম হবে বৃথা,
তাই বলছি ভায়া আগে পড়ে বুঝে তবে লাইক/পছন্দ দিন।
কারো লেখা পুরোটা না পড়ে লাইক দিয়ে শুধু শুধু বোকা হবো কেন?
সাহিত্যের পাতায় একটি লেখা পড়ে আপনি অণুপ্রাণিত হতে পারেন।
আপনার
মনের কোণে জমে থাকা কষ্টের ভার; কিছুটা কম মনে হবে।
তাই পাঠকদের বারবার করছি অনুরোধ, আগে পড়ুন পড়ুন এবং পড়ুন।


© সাদিয়া তাবাসসুম