...

4 views

কৃষ্ণচূড়া
ও কৃষ্ণচূড়া,
কেন ঝড়ো তুমি মাঘের মোরগ এলে?
তুমিও তো মেলা বৃন্তের বেলা খোঁপায় সাজিতে পারো,
যেমনে মেঘের বলয় মুসৌরি নীলায় খেলে।

ও টিয়ার ওষ্ঠাধর,
কেন মৃদু ব্যাথা কাড়িয়া লইতে চাও?
তোমার নামেতে শুকায় প্রেমিকে শরণাগত দাহ
যখন রোদের ঝাপটায় ত্রিপলের ছায়া দাও।

ও সায়াহ্নে রং-রেখা,
কেন শুষ্ক কংক্রিট পথে লোহিত সাগর আনো?
সিঁথির পাতার ধমনী তোমার লজ্জাবতীর মতো;
কেমনে নিজের মন ভিজাইয়া আর্দ্র রহিতে জানো?

ও কলির কান্ত সখা,
কেন তুমি রাসে প্রশ্বাসে ছিলে মিশে?
জানিনে আমার স্নায়ুসন্নিধি কীসের বার্তা বহে,
সেদিন তুমিই আমায় জড়িয়ে ছিলে ;
বন্ধুর পথে বন্ধুর পাশে বরিষণে ভিজেছিলে,
এখন আমি পা ফেলিয়াছি বিশে !


© soumik299