...

12 views

ভুলে জেওনা
ভুলে জেওনা সেই বরশার রাত আধ কপালি চাদ,
ভুলে জেও না ওই শেস বিকেলে ঝরো হাওয়া ক্লান্ত দুপুর,
সেশ রাত এর শুন্নতা আর নিস্তব্ধ গোধুলি বেলা,
শুন্ন শুন্ন লাগে তুমি হিনা আজ আছ তুমি হাজার মাইল দুরে,
দুরে গিয়ে যদি ভুলতে চাও সব অভিমান পারবে কি,
ভুলতে তোমার কি করে পার তোমার দেওয়া সব কথা,
কথা দিয়ে কতটা রেখেছ আজ সম্পরকের গভিরতা,
আজও তোমায় খুজি শুন্ন বিছানায় মনে পরে তোমার গা এর সেই মিস্টি গন্ধ,
তোমার রেখে জাওয়া সেই হারমনিয়াম আর গিটার সুর তোলে না আজ আর,
আজ আর তোমার গলায় গান শুনি না বহু বছর,
বহু বছর হয় কোন চিঠি আসে না ডাক এ আসে না তোমার কোন ফোন কল,
হারিয়ে কোথায় কেমন আছ জানি না তবে যানি আজ বরো একা আমি,
যেখানেই থাক যে ভাবেই থাক ভুলে থেক না আমায়,
তোমার স্মৃতি আগ্লে রেখে আজও আমি কাও কে আপন করতে পারি নি,
আপন করেছি একাকিত্ব আর রাত এর কালো আধার কে,
যদি আমার এই কবিতা তুমি পরে থাক ত চলে এসো আমার কাছে,
যেখান থেকে সেশ সেখানেই চল শুরু করি আবার,
অভিমান অভিযোগ গুলো না হয় ভুলে যেও ভুলে যেও না এই আমারে।