...

7 views

পৃথিবী বদলে গেছে
পৃথিবী যে কত বদলে গেছে
যাকে চেয়েছি ভালোবেসে
জানিনে আজ সে কোথায়
কি আবেশে আছে।
তোমায় খুঁজি জোছনা রাতে
চাঁদ যে নেই আকাশের বুকে
লুকিয়েছে গ্রহণ গ্রাসে,
তুমি নেই পাশে
পৃথিবী যে কত বদলে গেছে।
মেঘের কোলে রোদ
লুকোচুরি যে খেলে,
মনে পড়ে শ্রাবণে এসেছিলে
আড়ালে, বৃষ্টি ভেজা জলে,
আজ তুমি নেই পাশে
পৃথিবী যে কত বদলে গেছে।
দেবব্রত দেব
© Debabrata Deb