...

10 views

অপেক্ষা
ব্যাস্ত দুপুর ব্যাস্ত লোকজন,
তবুও মনখানা কেনো এতো নিরব।
হইতো আসবে সেইদিন ফিরে,
কোনো এক জন নিয়ে আসবে খবর।।
মন অবিচল তবু কায়া স্থির,
জানিনা কেনো এ দ্বন্দ্ব হৃদয়ে।
জানিনা কবে ফিরবে সেই খুশি,
যেটি ছিল জীবনে কোনো এক সময়ে।।