...

1 views

রবি ঠাকুর:

হে বিশ্বকবি প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর।
তুমি হলে আমাদের সাহিত্য সৃষ্টির অঙ্কুর।
তোমাকে বলা হয় কবিগুরু।
তোমাকে কেন্দ্র করে আমরা করি কবিতা লেখা শুরু।
তুমি লিখেছ কবিতা,গান,নাটক,উপন্যাস অজস্র।
তাই তোমাকে জানাই প্রণাম সহস্র।
তোমার লেখা গান আজও বাংলা সিনেমার অবলম্বন।
তোমার মতো অনন্য প্রতিভা এই বিশ্বে বিরল।
তোমার জন্মস্থান হল কলকাতার জোড়াসাঁকো।
তুমি আমাদের হৃদয়ে এখনও বহু চিত্র আঁকো।
তোমাকে দিয়েছি আমার মনের মণিকোঠায় স্থান।
তোমায় আজও মানব জাতি করে সম্মান।
তোমার অনন্য প্রতিভার নেই কোন সসীম পরিমাণ।
© Arka Samanta