...

4 views

খোঁজ
চেনা মুখ আর চোখে পড়ে না শহরে;
হারিয়েছে বুঝি, ইঁট কাঠ আর আধুনিকতার বহরে -
তবু আমি হয়ে যাযাবর, খুঁজে ফিরি
উদভ্রান্তের মত অবসর,
ওগো তিলোত্তমা,
একটু শান্তি খুঁজে দিতে পারো আমাকে?

উচুঁ উচুঁ সব ইমারত
মুছে দিলো দালানের আলপনা,
অচেনা লাগে সেই অলিগলি যেখানে
তুলে রাখা ছিল ছেলেবেলা ।
তবু ধুলো মুছে খুলি অ্যালবাম, পুরোনো ডায়রিতে
তুলে রাখা লুকোনো চিঠির নাম,
ওগো পুরনো বটের বেদী,
একটু স্নিগ্ধ ছায়া দিতে পারো আমাকে?

প্রবাসের ঘরে বাসা বেঁধে রাখি জুড়ে খড়কুটো,
সারাদিন বেচেঁ জীবন কিনেছি শুধু এক মুঠো…
সেটুকুও বড় উদ্বায়ী, নিমেষেই যায় হারিয়ে
ট্রেন থেকে নেমে, ব্যস্ত স্টেশনে
দেখি, আমি একা দাড়িয়ে ।
ওগো ক্লান্ত জীবন,
কোথায় জীবন, বলে দিতে পারো আমাকে?

© জিপ্`সি
১৫ই অক্টোবর ২০২৩