...

4 views

প্রতিবাদ ।। কলমে - আইয়ুব খাঁন
প্রতিবাদ
আইয়ুব খাঁন
১২/০৬/২০০৬

প্রাইমারির সেই পড়ার দিনে, নিমাইয়ের খড়ি চুরি হল,
আমি দেখেছিনু, বলাইকে কিছু বলিনি।
কলেজের সংসদ রুমে, শিপ্রাকে ওরা টেনেছিল.!
আমি দেখেছিনু, কোন কিছু সেদিন বলিনি।
পরদিন কলেজে শুনেছিলুম, শিপ্রা না-কি মারা গেল!
সবাই কেঁদেছিল, আমি একটুও কাঁদিনি।

ছোট জাত বলে- ওরা, গ্রাম থেকে তাড়িয়ে দিল
অসহায় বাবা মাকে, জুলুম করে বেধড়ক মা-রিল,
আমি সেদিনও দেখেছিনু, কিন্তু মাতব্যরদের কিছু বলিনি।

অভাবের তাড়নায় মোর, পড়াশুনা চলে গেল।
সবাই চাকুরী পেল, আমি ঘুস দিতে পারিনি।
বড় হয়েছি বলে পরিবার হলো, কিন্তু বেকার আমি,
সংসার অচল! অবশেষে এক ফুটপাথের ধারে,
চাকরি নয়, ব্যবসা করে, কোন ভাবে জীবন চলে।

সেবারে ভোটের মাঠে, রাম-রাবনের যুদ্ধ হল
রামকে শাসক দল, অ-কারনে ঢলাই দিল,
প্রসাশনের হাত রাম, হল এক আতঙ্কবাজ!
নেতাদের কথায় দেয়নি সায়, কর্মে তাদের করেছিল বেঘাত।
অকারণে রামের সাজা, দেখেছিল গরাদ দাদা।
আমি তখন নিরপেক্ষ, কোন কিছুই ভাবিনি।

ওদের আবার দরদ দেখ! হাজত খাটিয়ে,
তাকে আবার ছাড়িয়ে বলে, "রাম তুই বিশিষ্ট!
ভোটের মাঠে এক হয়ে, খলিস যোদি মোর সাথে
বুকে থাক ডর তবে, মুক্তি পাবি মোরিই কাছে।"
রামের তাহা অস্যিকার, রাবন হইল বিভ্রাট
তখন হয়েছিল খুন! রামের সৎ গুন।
আমি সেদিও দেখেছিনু, কোন কিছু বলিনি।

এদেশ নাকি নিরপেক্ষ? সরকারি স্থান ধর্মের ক্ষেত্র!
নেতা বলে বুক ফুলিয়ে, "আমারা আছি ভাইয়ে,ভাইয়ে,
ভারত মোদের জন্মভূমি, সরাজ মোদের অধিকার।"
একথাটি বলতে গেলেই, জাতটা কি তোর জানতে চায়।

আমি তখন ব্যবসাদার,
সংসার ছেড়ে পারিনি, নেতাদের কথায় জিন্দাবাদ!
প্রেগনেন্ট স্ত্রীর বেডের জন্য, নেতার চিঠি আনা চাই।
মিছিলে তুমি না ঘুরিলে পরে, সে নেতার চিঠি তোমার নাই।
তোমার বিদ্রোহ চলিবে না সেথা, নেতাদের মুখ রাখা চাই,
হীতে বিপরীত করেছ কিছু, এ দ্বীপে তোমার স্থান নাই।

এক সকালে, দোকানে আমার ধাক্কা মারে বুল ডোজার!
কিছু না বলে মরুভূমে ছেড়ে, হুস করে গেল চলে।
হতবাক আমি তখন, সূর্যের অস্ত যখন।
বাহু মোর নিদ্রায়, চোখ করে ছলছল, আর সূর্য উঠবে না!
এতো দিনের তরি ডুবায়ে দিল মোরে,
এ জীবনের ফুল আর ফুটবে না।
অন্যায়ের সাথে আপোষ করে, এ জীবন গড়া যায় না,
মোর মতো বুঝি কত নর গেল, সমাধানের পথ পায় না।

অন্যায় দেখিয়া, তাহা স-হিয়া, প্রতিবাদ কেহ করে না।
সকলেই বলে নির্মম পৃথিবীর, সময় কখনো দাঁড়ায় না।
আজ আছে এর, কাল হবে ওর, প্রতিবাদ এতে সয় না।
আসল কথা এটি তো নয়, "স্বার্থ রক্ষা মুল সাশ্রয়।"

প্রতিবাদের মন্ত্রটা সবাই তা জানে,
কে করে প্রতিবাদ, কে বা এগিয়ে আসে।
সবার বুকে আছে এ লেখা,
আমি কেন করব প্রতিবাদ, অন্যরা তো আছে।

আইয়ুব খাঁন
১২/০৬/২০০৬


© All Rights Reserved