প্রতিবাদ ।। কলমে - আইয়ুব খাঁন
প্রতিবাদ
আইয়ুব খাঁন
১২/০৬/২০০৬
প্রাইমারির সেই পড়ার দিনে, নিমাইয়ের খড়ি চুরি হল,
আমি দেখেছিনু, বলাইকে কিছু বলিনি।
কলেজের সংসদ রুমে, শিপ্রাকে ওরা টেনেছিল.!
আমি দেখেছিনু, কোন কিছু সেদিন বলিনি।
পরদিন কলেজে শুনেছিলুম, শিপ্রা না-কি মারা গেল!
সবাই কেঁদেছিল, আমি একটুও কাঁদিনি।
ছোট জাত বলে- ওরা, গ্রাম থেকে তাড়িয়ে দিল
অসহায় বাবা মাকে, জুলুম করে বেধড়ক মা-রিল,
আমি সেদিনও দেখেছিনু, কিন্তু মাতব্যরদের কিছু বলিনি।
অভাবের তাড়নায় মোর, পড়াশুনা চলে গেল।
সবাই চাকুরী পেল, আমি ঘুস দিতে পারিনি।
বড় হয়েছি বলে পরিবার হলো, কিন্তু বেকার আমি,
সংসার অচল! অবশেষে এক ফুটপাথের ধারে,
চাকরি নয়, ব্যবসা করে, কোন ভাবে জীবন চলে।
সেবারে ভোটের মাঠে, রাম-রাবনের যুদ্ধ হল
রামকে শাসক দল, অ-কারনে ঢলাই দিল,
প্রসাশনের হাত রাম, হল এক আতঙ্কবাজ!
নেতাদের কথায় দেয়নি সায়, কর্মে তাদের করেছিল বেঘাত।
অকারণে রামের সাজা, দেখেছিল গরাদ দাদা।
আমি তখন নিরপেক্ষ, কোন কিছুই ভাবিনি।
ওদের আবার দরদ দেখ! হাজত খাটিয়ে,
তাকে...
আইয়ুব খাঁন
১২/০৬/২০০৬
প্রাইমারির সেই পড়ার দিনে, নিমাইয়ের খড়ি চুরি হল,
আমি দেখেছিনু, বলাইকে কিছু বলিনি।
কলেজের সংসদ রুমে, শিপ্রাকে ওরা টেনেছিল.!
আমি দেখেছিনু, কোন কিছু সেদিন বলিনি।
পরদিন কলেজে শুনেছিলুম, শিপ্রা না-কি মারা গেল!
সবাই কেঁদেছিল, আমি একটুও কাঁদিনি।
ছোট জাত বলে- ওরা, গ্রাম থেকে তাড়িয়ে দিল
অসহায় বাবা মাকে, জুলুম করে বেধড়ক মা-রিল,
আমি সেদিনও দেখেছিনু, কিন্তু মাতব্যরদের কিছু বলিনি।
অভাবের তাড়নায় মোর, পড়াশুনা চলে গেল।
সবাই চাকুরী পেল, আমি ঘুস দিতে পারিনি।
বড় হয়েছি বলে পরিবার হলো, কিন্তু বেকার আমি,
সংসার অচল! অবশেষে এক ফুটপাথের ধারে,
চাকরি নয়, ব্যবসা করে, কোন ভাবে জীবন চলে।
সেবারে ভোটের মাঠে, রাম-রাবনের যুদ্ধ হল
রামকে শাসক দল, অ-কারনে ঢলাই দিল,
প্রসাশনের হাত রাম, হল এক আতঙ্কবাজ!
নেতাদের কথায় দেয়নি সায়, কর্মে তাদের করেছিল বেঘাত।
অকারণে রামের সাজা, দেখেছিল গরাদ দাদা।
আমি তখন নিরপেক্ষ, কোন কিছুই ভাবিনি।
ওদের আবার দরদ দেখ! হাজত খাটিয়ে,
তাকে...