...

3 views

ফুরন্ত
রাত ভাঙে হাহাকারে, শবের ঘুমশিয়রে ;
বাকি রয়ে সব কথা, দিনান্তের ফাঁকি –
বুক চিতিয়ে মেঘমালা আরো গেছে উড়ে,
এ পাতায় আর কত ছবি আঁকা বাকি?

পদ্মা কেন গিয়েছিল সে ভাগীরথীকে ছেড়ে ?
কেন মাঠ নীরব বধির – নাম লয় সমাধির ?
কেন পৌষের অতীত আমার হানা দেয় বারেবারে ?
বেসুরো রঙের স্বাদে সুরভিত শ্বেত-কালো অনাদির।

আতশবাজি হয়ে যে উল্কাটি নিয়েছিল বিদায় –
দীঘিদোরে তার ঘাসের পগার ভস্ম খুঁজে পায়,
কেন যে সে চাহিল না আর – তারার ভেলায় !
পঞ্জিকা অতীত হয়, দিনে রাতে কাজের বেলায়;
দিনক্ষণ বাতাসের ন্যায় উন্নীত উত্তরে বয় –
আগে ধায় সব ; মোর তরে কার অগাধ সময় ?


© soumik299