মায়ের হাতে রান্না
মায়ের হাতে রান্না
আইয়ুব খাঁন
১২/১২/২১
লতা পাতায় হাত পুড়িয়ে
উনুনে মা রান্না চাপায়।
তখন বলেন যা দোকানে
আটানার সরসে তেল আনগে।।
একটি আলু চার ফালি করে
এমন দম রাধবে, মাছ মাংস হার মানবে।
চোব্য চোস্যে ডবল ভাতে
পেট ফুলিয়ে খেতাম চেটে পুটে।।
আলু, বেগুন আর পটল ভাজি,
চারা মাছের চচ্চড়ি।
ভুলতে কি পারি মাগো ?
তোমার হাতের রান্নাখানি.!
আজ খেতে বসলেই মনে পড়ে
চেপে যাই তা বৌকে দেখে।
ওর সম্মুখে তোমার বড়াই
ওযে তেলে বেগুনে জলে ওঠে।।
মা'গো তোমার হাতের রান্না,
হয় না কোন তুলনা।
বড় সাধের সেই দিনগুলি
ফিরে কি আর পাবো না.?
সমাপ্ত
আইয়ুব খাঁন
১২/১২/২১
লতা পাতায় হাত পুড়িয়ে
উনুনে মা রান্না চাপায়।
তখন বলেন যা দোকানে
আটানার সরসে তেল আনগে।।
একটি আলু চার ফালি করে
এমন দম রাধবে, মাছ মাংস হার মানবে।
চোব্য চোস্যে ডবল ভাতে
পেট ফুলিয়ে খেতাম চেটে পুটে।।
আলু, বেগুন আর পটল ভাজি,
চারা মাছের চচ্চড়ি।
ভুলতে কি পারি মাগো ?
তোমার হাতের রান্নাখানি.!
আজ খেতে বসলেই মনে পড়ে
চেপে যাই তা বৌকে দেখে।
ওর সম্মুখে তোমার বড়াই
ওযে তেলে বেগুনে জলে ওঠে।।
মা'গো তোমার হাতের রান্না,
হয় না কোন তুলনা।
বড় সাধের সেই দিনগুলি
ফিরে কি আর পাবো না.?
সমাপ্ত