...

7 views

সপ্নচারিনী
সে কোন সপ্নচারিনী আমায় হাশায় আবার নিরবে কাদায়,
নিরবে কেদে নিরবতার মাঝে বিসন্নতা কে ছেয়ে যায় ভালবাসায়,
তার কথা মনে এলে সব কিছু রং এ রঙিন মনে হয়,
তার দেখা না পেলে শুধু সুন্ন মনে হয় দিন কে আধার লাগে তারে ছারা,
তারে দেখে তারে ছুয়ে মনে সপ্ন বুনে যায়,
একাকি নিঝুম রাত এ কোন নিরজন সমুদ্র পারে তার হাত ধরে হেটে যায়,
মন তারে খুজে ফেরে এই বিসন্ন বেলায়,
য়েথায় সময় থমকে আছে তার ইশারায়,
মনের কানভাস এ আকা ছবি তে তারে খুজে বেরায়,
তার ছোয়া পেলে পরে আমার শান্তি লাগে হায়,
আশান্ত মন কেন উদাস হয়ে ছুটে চলে তার কথা মনে হলে,
উদাস মন শান্ত হয় তার সেই কোমল উত্তেজনায়,
তার রং এ রেঙে গিয়েছে আমার আমার অনকে দুপুর আনেক সন্ধা,
তার কারুকাজে আকা আছে আমার সত প্রহর,
আমার মোন এর মাযে সে যে বসে আছে হাযার কাল যুগ এর নাম এ,
চিরজিবন চাই তারে আমার সকল সপ্ন মাযে,
হ্রিদয় এ দোলা দিয়ে যায় সে মোরে প্রতি নিশি ভোর এ,
আমার ভালবাসা আমি রাখি জমা তার মোন এর মাযে,
যখন সপ্ন মাযে পাই দেখা তারে ডেলে দেই সেই ভালবাসা তারই হ্রিদয় মাযে,
সপ্নচারিনি সে আমায় ডাকে রাত ভোর দিন দুপুরে,
আমি যেন পাই তারে আমার সুখ সপ্ন মাযে।