...

14 views

সত্য ও সুবর্ণ পার্ট ১
এটি একটি বিচিত্র কাহিনী,
বলি শোনো সবাই,
শুনলে পরে,
মুগ্ধ হবে,
আশা করি তাই 🙏

কাশীতে থাকতেন, একটি কবরেজ,
তারই সে মেয়ের গল্প,
নাম ছিল তার সত্যবতী,
না না মহাভারত নয়কো।

এ ছিল অন্য মহিলা,
সবার চেয়ে আলাদা,
চিন্তা ভাবনায়,
মুক্ত সে,
সময়েটা ছিল,
ব্রিটিশদের।

মেয়েদের ছিল নাকো পড়াশোনা,
দিতো নাকো শিক্ষা,
বিয়ে হতো আট, চার তিনে,
এই ছিল তাদের দীক্ষা,
এই ছিল তাদের সংকল্প।

বর যেমনই হোক, তিনি হন দেবতা,
এইটাই ছিল শ্লোক।

সেই সময়েই এই কন্যাটি,
আনে পরিবর্তন,
পড়াশোনা নিয়ে মাতে সে যে,
চেষ্টা করে শত শত।

কাশীর সে কবরেজটি ছিলেন ভগবানের
মতো,
জানতে পায় মেয়ে লিখতে শিখেছে বড়ো,
একদিন ডেকে পাঠালেন তিনি,
সত্যবতীকে,
বললেন, " তুমি নাকি লিখতে শিখেছো?
আমাকে দেখাবে লিখে?"

একটি কাগজ, একটি কলম ,
ধরিয়ে দিলো তাকে,
সত্যবতী লিখতো কলা পাতায়,
তাই শরীরের জোর লাগালো
খাতাতে।

বাবার কাছেই,
শিক্ষা পেলো,
পড়তে লাগলো দিন ভোর,
তবে একদিন এলো,
সেই সংকট।

সত্যবতীর বিবাহ,
স্থির করলো তার মা
লেখা...