...

6 views

মরীচিকা
ধূ-ধূ প্রান্তর শুধু বালি আর বালি
এই নির্জনে আমি একাকিনী
দূরে জল দেখে অসীম আনন্দ হয়
পরে ভাবি এ যে মরীচিকা হায়!

মরুতে নিভেছে যে নদীর বুক
সে তো দেখেনা হায় সাগরের মুখ
নিভবে জীবন জোনাকির আলো
তখন গোটা পৃথিবী কালো|