কামনা
কামনা
জনম যদি দিয়ো দয়াল
দিয়ো ফুলের মতন।
প্রভাতে হবে জন্ম আমার নিশিতে হবে মরণ।
সকাল বেলা ঠাকুর ঘরে
লাগবো তোমার কাজে।
সন্ধ্যা বেলা আরতির পর
যাব পুকুর ঘাটে।
জলের বুকে ভাষবো আমি
দেহের হবে পচন।
প্রভাতে হবে জন্ম আমার
নিশিতে হবে মরণ।
শেষ যাত্রীর বিছানা তে
রইবো বসে পাশে
গলার মালা হয়ে আমি
যাব শশ্মান ঘাটে।
মাটির বুকে ছুড়বে আমায়
যখন দেহের হবে দহন।
প্রভাতে হবে জন্ম আমার
নিশিতে হবে মরণ।
© jayentimondal
জনম যদি দিয়ো দয়াল
দিয়ো ফুলের মতন।
প্রভাতে হবে জন্ম আমার নিশিতে হবে মরণ।
সকাল বেলা ঠাকুর ঘরে
লাগবো তোমার কাজে।
সন্ধ্যা বেলা আরতির পর
যাব পুকুর ঘাটে।
জলের বুকে ভাষবো আমি
দেহের হবে পচন।
প্রভাতে হবে জন্ম আমার
নিশিতে হবে মরণ।
শেষ যাত্রীর বিছানা তে
রইবো বসে পাশে
গলার মালা হয়ে আমি
যাব শশ্মান ঘাটে।
মাটির বুকে ছুড়বে আমায়
যখন দেহের হবে দহন।
প্রভাতে হবে জন্ম আমার
নিশিতে হবে মরণ।
© jayentimondal