...

6 views

নষ্ট গোলাপ
ছোট্ট গোলাপের কু্ঁড়ির নেই কোনো গন্ধ, তাই আসে না কোনো কীটপতঙ্গ।। আবার, বড় গোলাপটির আকর্ষনে কত যে কীট আসে, সেই দেখে গোলাপটি মুচকি মুচকি হাসে।। গোলাপের শরীর ও মনে উত্তাল ঢেউ, যখন এই ভূল করে থাকে কেউ কেউ।। কয়েক মূহুর্ত পর গোলাপ আর কীট প্রেমেতে মাতে, গোলাপটি কি করছে ভেবে পায়না কীটের সাথে।। এরপর শুরু হয় একটা মজার খেলা, যে খেলাতে দুজনেই বিছানায় অবেলা।। খেলা শেষে দেখতে পাবে দূর্বল গোলাপকে, যাকে দেখে হাসাহাসি করে লোকে।। বর কনের মালায় যখন রজনী গোলাপের স্থান, রজনী বলে তুই তো নষ্টা, তোর এখানে আবার কী কাজ ? সেই কীট টি তখন অন্য ফুলে বসে, রস খাচ্ছে আপন আনন্দে মেতে।। গোলাপটি নষ্ট জীবন নিয়ে ঝরে পড়তে চায়, আর গোলাপ গাছটির কথা শুনতে শুনতে দিন কেটে যায়।। গোলাপ গাছটি না সহ্য করতে পেরে শুকিয়ে যেতে থাকে, নষ্টা গোলাপের জন্মদাত্রীকে জল দেয়না লোকে ।।।