...

5 views

তুমি যদি সাদা পাতা হও আমি তবে উড পেন্সিল,
তুমি যদি কবিতার মতো হও আমি তবে প্রচ্ছদ হতে রাজি ;
তুমি যদি বনলতা হও, আমি আঁধারের নীল নদে ভেসে ওঠা ধ্রুবতারা,
তুমি যদি আকাশকুসুম হও, তাও আমি যেন স্বপ্নের আরকে –
বুদবুদ হয়ে বাঁচি !
বিঘের ঘাসের ‘পরে ইঞ্চি ইঞ্চি মেঘ জমে ধানের উপর –
জল পেত কি তা আর? ঋতুই সম্বল, নিরাময় ;
তবু রেখেছিলে অশ্রু – বিন্দু বিন্দু করে প্লাবিত করেছ সেথায় –
ফসল হাসছে ইঁদুরের মতো, পেঁচাটি যখন ঘুমায় !
দিনের আকাশ যেন তোমারই মুখ, এক প্রেয়সীর,
ঘাসের দুর্গ ভেদি পিঁপড়ের ক্লান্ত অক্ষিপল্লব আমার–
তোমায় আগেও দেখেছি নারী, কাঁচা হাতে এঁকেছিলেম তোমায় :
গোধূলির দুই সারি কাক ভ্রু যে তোমার !
তুমি আছো বলে আজো ফুল দেখি, প্যালেটের রঙে হাত ঘসি;
অপরাজিতা তুমি, অপরাজেয় বানাবে না শেষাবধি আমায়?
তুমি যদি থাকো, বিধ্বস্ত রাতও বিশ্বস্ত সামিয়ানা মনে হয়;
ধরে থেকো হাত : তোমার উপন্যাসে এতটুকু স্থান দিও আমায় !


© soumik299