#অপাঠিতপৃষ্ঠাসমূহ ( কবিতা)
#অপাঠিতপৃষ্ঠাসমূহ
কিসের আওয়াজ
এতদিন পর
কে এখানে আবার
খুলল কি তবে দোর
নাকি কেবলি স্বপ্ন সুন্দর?
না না এইতো আলোর ছটা
অসুয্যমপশ্যার চোখে
পড়ল যেন বহুদিন পর
নাকি অপেক্ষায় আশা সঞ্চিত বিস্ময় ঘোর?
না না ঐতো আরো শব্দ
জানালা খোলার
ঐতো ঐদিক থেকে ও আসছে আলো
ঐতো শুধু ফিসফিসানি নয়
ঝাড়ু দেওয়ার ও আওয়াজ
ফট ফট করছেআওয়াজ ধূলো ঝাড়ার ।
নিশ্চয় পুরোণ ঝামেলা মিটে গেছে
নিশ্চয় আমাকে দেখতে পাবে এবার,
এবার পালা আমার দেহের সমস্ত মালিন্য
মনের সমস্ত বেদনা দুর...
কিসের আওয়াজ
এতদিন পর
কে এখানে আবার
খুলল কি তবে দোর
নাকি কেবলি স্বপ্ন সুন্দর?
না না এইতো আলোর ছটা
অসুয্যমপশ্যার চোখে
পড়ল যেন বহুদিন পর
নাকি অপেক্ষায় আশা সঞ্চিত বিস্ময় ঘোর?
না না ঐতো আরো শব্দ
জানালা খোলার
ঐতো ঐদিক থেকে ও আসছে আলো
ঐতো শুধু ফিসফিসানি নয়
ঝাড়ু দেওয়ার ও আওয়াজ
ফট ফট করছেআওয়াজ ধূলো ঝাড়ার ।
নিশ্চয় পুরোণ ঝামেলা মিটে গেছে
নিশ্চয় আমাকে দেখতে পাবে এবার,
এবার পালা আমার দেহের সমস্ত মালিন্য
মনের সমস্ত বেদনা দুর...