...

4 views

শান্তির চিতা জ্বলছে
শান্তির চিতা জ্বলছে
জ্বলছে জ্বলছে ওগো জ্বলছে
চারি দিকে শান্তির চিতা আজ জ্বলছে।
পৃথিবীটা আজ হয়েছে পাপে পরিপূর্ণ।
মানুষ ভুলেছে আজ তার ধর্ম।
সত্যের পথ ছেড়ে মিথ্যের পথ ধরে
করছে কত কুকর্ম।
জ্বলছে ওগো জ্বলছে
চারিদিকে শান্তির চিতা আজ জ্বলছে মানুষের মাঝে আজ আর বেঁচে নেই কোন মন সত্য।
যার যা ইচ্ছে হয় সে তা করে যায়
ভাবেনা তো কোন পাপ পূর্ণ।
অধর্ম অসুরের অত্যাচারে
ধর্ম রয়েছে আজ লুকিয়ে।
অন্যায় ভাবে তার সত্যের সাম্রজ্য
কেড়ে নিয়েছে কোন অসুরে।
জ্বলছে ওগো জ্বলছে
চারিদিকে শান্তির চিতা আজ জ্বলছে।
অসুর নিধনে বার বার জাগ্রত
হয়ে ছিল কোন শক্তি।
দেবতারা অসুরের হাত থেকে
পেয়ে ছিল ওগো মুক্তি।
ফিরে পেয়ে ছিল ,রাজ্য তাদের
পৃথিবীতে নেমে ছিল শান্তি।
তবে আজ যখন চারি দিকে
শান্তির এত চিতা জ্বলছে।
হাহা কারে পৃথিবীর বুকটা ফাটছে।
তখন কেন সে শক্তি হয়না জাগ্রত
নিধন করেনা সে ,অধর্ম অসুরের
জ্বলছে ওগো জ্বলছে
শান্তির চিতা আজ জ্বলছে ‌।
কপট পাশা খেলার মতো
সত্য মিথ্যার কাছে হারছে।
তাই চারি দিকে অন্যায়।
মাথা চাড়া দিয়ে উঠছে।
বন বাসের মতো দিন দিন
সত্য চাপা পড়ে যাচ্ছে ।
তাই জ্বলছে ওগো জ্বলছে
চারি দিকে শান্তির চিতা আজ জ্বলছে।
© jayentimondal