...

7 views

আগের কথা এখন
তুমি আমার প্রথম খেলাঘর,
প্রথম কুড়িয়ে পাওয়া ঝিনাই।
খাকদৈয়ের তীরে-
শালুক কুড়ানোর বেলা,
তুমি আমার প্রথম
লুকোচুরি খেলা।

আগে বলিনি,
আজ কেন বলি জানো ?
আমার প্রেম যেন হয়
সোনার চেয়ে খাঁটি,...