...

1 views

ব্যর্থ মানুষ
আমারও একজন মানুষ ছিল। প্রথমে তার প্রতি আমার ভালোবাসাটা ঠিক ছিল না। সে ছিল আমার কাছে একজন কথা বলার মানুষ মাত্র। তবুও ভালোবাসি বলেছিল। সাথে ছিল কয়েক বছর, সম্পর্কের গভীরতা বেড়ে, বেশ চলছিল জীবন। সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি, কত কথা দেওয়া- নেওয়া। রাত জেগে কথা বলা, হাত ধরে পথ চলা, পাশে বসে সময় কাটানো, দুজন দুজনের খেয়াল রাখা, সুন্দর মুহূর্তও ছিল। আবার তুমুল ঝগড়ার পর ভুল বোঝা বুঝি যত্ন করে মিটিয়ে নেওয়া তারপর আবার একে অপরকে জড়িয়ে ধরে তৃপ্তি পাওয়া সবই ছিল। আমিও তার কাছে শান্তি খুঁজে পেতাম।

ধীরে আমার ভালোবাসা তীব্র হতে থাকে। মাঝে মাঝে ভুল ত্রুটিও অদেখা করতাম। অকারণে ঝগড়া করতে থাকে, ফোন করলে সে বিরক্ত বোধ করত। মেনে নেওয়া যায়না এমন কিছু তার আচরণ, ব্যবহারও মানিয়ে নিতে শুরু করি, এতোটাই ভালোবেসে ফেলেছিলাম তাকে। আমার প্রতি তার টান, ভালোবাসা কমে যাওয়াটা আমি অনুভব করতাম, তাও সব আমার মনের ভুল বলে এড়িয়ে যেতাম। শুধু তাকে কাছে পাওয়ার জন্য যুদ্ধ শুরু করলাম তারই সাথে। কিন্তু এ যুদ্ধে আমি হেরে যাব তা আমার অজানা ছিল। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যাচ্ছে প্রায়, সে নাছোড়বান্দা কিছুতেই কোনো মতে চায়না থাকতে আর। আমি বাধ্য হই তার হাতে পায়ে ধরতে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিলনা। আমাকে একা করে দিল ! পাঁচ বছরের সম্পর্ক মুহূর্তেই ভেঙ্গে দিল!!!

আমি নিজেকে খুঁজে পেতাম না কোথাও। যেদিকেই তাকাতাম শুধু তাকেই দেখতাম। সে অনুপস্থিত থাকা সত্ত্বেও কানে তার কথা গুলোই শুনতে পেতাম। বেশিরভাগ সময় নিজেকে ঘরে বন্দি করে রাখতাম। সব উৎসব আনন্দ থেকে সরে এলাম। হাসি খুশি থেকে নির্বাক মানুষে পরিনত হলাম। কত দিন কর রাত তাকে ফোন করে ব্যস্ত পেয়ে ব্যর্থ হয়েছি।

পরে বুঝলাম আমি হেরে গেছি। বুঝলাম বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়।ভালোবাসার কাছে হেরে যাওয়া একজন মানুষ নামের তকমা লেগে গেল আমার গায়ে। আজ দুবছর সে আমাকে পর করেছে। কিন্তু আমি তাকে একটু সময়ের জন্যও ভুলতে পারিনা এখনও।

এখন প্রয়োজন ছাড়া কথা বলতে ভালো লাগে না। সে ছাড়া চারিদিকের সব কিছু তুচ্ছ মনে হয়। শহরের ভীড় ভালো লাগে না। মাঝে মাঝে তাকে শুধু একটা কথাই বলতে মন চায় "আমাকে ভালোবাসলে না কেন অনিরুদ্ধ, আমাকে তোমার কাছে রাখলে না কেন, আমাকে তোমার কাছে রেখে দিলে আমি কি তোমার বড়ো কোনো ক্ষতি করতাম"?....