...

7 views

সওদা
সময়ের কাঠগরায় দাড়িয়ে তুমি কি ভাবছো, বিদ্রোহ করবো?

অসময়ের বৃষ্টি যেমন এখন,
পারে না ছুতে তোমার চোখ।
আমি এতো করে চাইলাম,
বৃষ্টি যেনো ভেজায় তোমায়।
তবু তোমার বর্ষা উর্বর হোক!

হেথায় আমায় তুমি বদলে দিলে,
যেমন বদলায়, দেশান্তরের মন।
আমার মন?
আমি ব্যাপক আছি,
সুখে বাঁচি,
পেয়েছিলাম তো কোনদিন, এক আততায়ী প্রেয়সীর মন!

তবু মন ভাংয়ে,একা।
চোখ কথা কয়,...