...

7 views

এনগেলা - মুহাম্মদ তফিজ উদ্দিন
এনগেলা
মুহাম্মদ তফিজ উদ্দিন

গুলিবিদ্ধ গর্ভাশয়ের স্বপ্নগুলো প্রতিদিনের কারখানার
কর্কশ শব্দে- দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাসে প্রাণ প্রকৃতির
রাজ্যে- ধারালো অস্ত্র হয়ে তৃপ্তি বিলীন করে।
প্রাণের নানারঙ যখন শুকে যায় দ্রুতট্রেনের মতো
নিঃস্ব হয়ে উড়ে যাই উজানের অজানা পথে।
উজানের শীত কামড় মারে, ছারখার করে দিয়ে যায়
রক্তসঞ্চালন।ঝড়ে কাঁপে প্রেমোদ্যান।
হৃদ অভ্যন্তরে ফুরায় স্বর্গের সব পথ।
সুদূর দিগন্তের কোন লোকালয় থেকে জীবন প্রাণে
মুগ্ধতার স্বপ্নকড়া নেড়ে যায় ঝরনার মতো।
পাথরের সিঁড়িতে নগ্ন আদিবাসী ফুলের মতো
আমার প্রাণে এনগেলার হৃদস্বপ্ন বাসা বাঁধে।
এলোচুলে, স্বপ্ন ভাসাতে থাকে। বিমুগ্ধ হয়ে পড়ি।
নবজাতক স্বপ্নিল প্রেমের মতো দিগন্তের ঘ্রাণ উল্লাসে
ছুঁই-ছুঁই করে পুলকিত, অপলক দৃষ্টিতে- মুখ অবয়বে,
চেয়ে চেয়ে শতাব্দী পার করে দেই।
প্রেমের গেরস্থালি সুখ ঘুমঘোর কেটে দিয়ে যায়
রহস্যময় প্রেম আমাকে দোলায় ফিলিপাইনের স্বপ্নবুকে।
কাশফুলের নিবিড় আড়ালে তিবুতী-মন্ত্রের মতো
ওর চাওয়া-পাওয়া আমাকে ভোরবেলাকার স্বপ্নের মতো
বাস্তব করে তুলে, শান্তির পরশে।
সহাস্যে লাফালাফিকরে আনন্দ মুখর করে তুলে।
মেরুদূর থেকেও সে আমাকে বিমোহীত করে ।
আল্পনা গাঁথে, আপ্লুত করে নিঝুম দুপুরে।

ঢাকাঃ ১০.০১.২০১৭
© All Rights Reserved