...

5 views

বর্ষবরণের জাগরণ
নব বরষের মোহালি তিথির সন্নিকর্ষে
টকসা আম্রফালি, বোরো ধানের ছায়ার হর্ষে
কুম্ভকর্ণ বেশ ছেড়ে পৃথিবী জেগে উঠিয়াছে –
সরুপাতার কুন্তলে বাঁশবন মাথাচাড়া দিয়াছে।

হুল্লোরে হাঁস অপরাহ্নে পালক ভাসিয়ে দিয়ে
পলাশের মতো চঞ্চু ডোবায় ডোবার গন্ধ পেয়ে।
গুলঞ্চ-পালঙ্ক বেড়ায় পুঁই-মিচুরির বান,
সজনের পাশে কুমড়োফুলের আঁকাবাঁকা উত্থান।

সন্ন্যাসীর পদক্ষেপে অসীম শক্তি বহাল
দিন ফুরালেই চড়ক : চৈত-সংক্রান্তি কাল !
সব রাঙা পথ মিলিত হয়েছে মুহুর্মুহু শ্বাসে ;
মগডালে চরা কাঠবেড়ালির বাঁধভাঙা উচ্ছ্বাসে।

গোয়ালে গরু, খামারে মোরগ, হিজলে শালিখ হাঁকে,
এপ্রিলের কলেবরে জাগরিত বরেণ্য বৈশাখে।


© soumik299