...

0 views

প্রথম ছাপের অন্তরালে


**প্রথম ছাপের অন্তরালে**

তোমাকে কেউ একটা প্রশ্ন করেছে,
এটা অনেক বেশি ব্যক্তিগত মনে হয়,
এটা শুধুমাত্র একটি প্রথম ছাপ,
তুমি হয়তো ভেবেছ, তুমি সম্পূর্ণ ভুল।
অথবা, তুমি ভেবেছ, এটা যুক্তিহীন —
যেমন অনেক কথা, অনেক ভ্রান্তি।

কিন্তু কল্পনা করো,
প্রথম ছাপের আড়ালে লুকিয়ে থাকে
অজানা এক পৃথিবী।
তোমার চোখে যা ধরা পড়েছে,
সেটাই কি সত্য?
অথবা, সত্যের শুধু এক টুকরো?

প্রথম চাহনিতে চোখের পলকে,
যা দেখেছ তুমি,
তুমি জানো কি তার গভীরতা?
হয়তো তার পেছনে
আছে বেদনার দীর্ঘ ইতিহাস,
হাসির আড়ালে লুকিয়ে আছে
অশ্রুজল ভরা দিনরাত্রি।

প্রশ্নটি হয়তো সঠিক না,
কিন্তু তা কতটা গভীরতায় পৌঁছালো,
সেটা কেউ জানে না।
তুমি হয়তো ভুল বুঝেছ,
অথবা, ভেবেছ, "এটা যুক্তিহীন।"
তবুও, প্রতিটি প্রশ্ন, প্রতিটি কথা
একটি চিহ্ন রেখে যায় মনে,
সেই চিহ্ন থেকে জন্মায়
অসংখ্য চিন্তার ঢেউ।

প্রথম ছাপের ব্যথা কি কখনো মুছে যায়?
অথবা তার ছায়ায় গড়ে ওঠে
একটি সম্পর্কের সুরক্ষিত বন্ধন?
তুমি কি খুঁজে পাবে সেই আড়ালের রূপ,
যেখানে সব ভুল ভেঙে পড়ে
অন্তরের মর্মস্পর্শী রূপে?


© Indrani Palit Karmakar