...

8 views

সত্য ও সুবর্ণ পার্ট ২ (অন্তিম পর্ব )

Its so long poetry. I have translated it in English.... It is at the below Hope u like it.... Thank u 😌💝


এরপর একদিন খবর এলো,
আসবেন শাশুড়ি,
এলোকেশী বামনী।

চললো লড়াই,
সত্য, এলোকেশীর
সে যে এসেছিলো
কলকাতায়,
নিয়ে যেতে তার,
নাতনি সুবর্ণকে,
বলল, " গুরুদক্ষিনা দিতে হবে তারে,
নিয়ে যেতে হবে গুরুর,
আস্থানাতে,"
সত্য কইলো, " কিসের গুরুদক্ষিনা?
কেমন গুরুদক্ষিনা?
জামা কাপড়,
গয়নাগাটি,
এই তো তোমাদের,
গুরু দক্ষিনা!
তোমরা যারে গুরুদক্ষিনা,
দিতে চাইছো, তার গুরুদক্ষিনা
সম্পূর্ণ হয়েছে,
আমি তারে দিয়েছি,
গুরু দক্ষিনা,
একটি মন্ত্রে,
যা পাগল করে,
সব্বাইকে,
স্বাধীনতার মন্ত্রে,
বন্দেমাতরম মন্ত্রে!
এর থেকে ভালো মন্ত্র,
পাবে না কোথাও,
এই মন্ত্রেই,
দীক্ষিত
আমার সুবর্ণ। "
শুনে রেগে আগুন, তেলে বেগুন,
এলোকেশী কইলো তার ছেলেকে,
" ওরে, কি কুক্ষনে যে এলুম তোর বাড়িতে?
ডাক এক্ষুনি ঘোড়ার গাড়ি,
চললুম আমি,
এই ভিটে ছেড়ে,
এক্ষুনি। "
ছোট্ট সুবর্ণ, শুনছিলো সব কিছুই,
দু চোখ ভরে ছিল অশ্রুতে,
খানিকক্ষণ ভাবলো সে, " চলে যাবে?ঠাম্মি চলে
যাবে?
এ হতে পারে না কক্ষনো,"
চললো সে রান্না ঘরে,
মানাতে তার মাকে,
" ও মা, মা ঠাম্মি যে চলে গেলো!
ফিরবে না তো কক্ষনো?
তুমি গিয়ে আটকাও নাগো,
তারে,
বুঝিয়ে বললে,
সব ঠিক হয়ে যাবে।"
সত্য তখন সুবর্ণকে,
বোঝানোর চেষ্টা করলো বারে বারে,
কহিল সুবর্ণ, " আমি যাবো চলে,
গুরুদেবের মন্দিরে,
নেবো দীক্ষা,
এই আমার ইচ্ছা। "
সপাটে চড় সত্যবতীর,
" চলে যা তুই,
আসবিনা আর কোনদিনই,
পড়তে হবে না তোকে,
গুরুদক্ষিনাই,
নিবি। "
অভিমানী সুবর্ণ,
মানলো না আর কোনো,
কিছুই।


সত্যবতী কোনোদিনই, করেনি প্রহার
সুবর্ণকে,
ওটাই ছিল প্রথম, প্রহার,
যা সুবর্ণকে,
করলো আঘাত।

শুনলো না তো সে কিছুই,
চলে গেলো বহু দূরে,
তার এলোকেশী,
ঠাম্মির সাথে,
তারপরেতে কি হলো জানো?
হলো দীক্ষা
নেওয়া হলো বিয়ের প্রস্তুতি,
সুবর্ণর বলি।

খবর গেলো তার বাবার কাছে,
শুনে তার বাবার,
হলো সংশয়,
একদিকে বৌ,
আরেকদিকে মা,
সে কোথায় যায়?

অবশেষে হয়ে গেলো বিবাহ
না জানিয়ে সত্যকে,
জানতে পারলো,
সত্য,
তবে খুব দেরিতে।

সে এসেছিলো গ্রামে,
সুবর্ণর পিসি,
এনেছিল তাকে,
সে যে জানতো সবই,
শুধু বলার,
সাহসটুকু,
যোগাতে পারেনি।
রাগে, অপমানে, সত্য,
চেঁচিয়ে বলে উঠলো,
" মানি না আমি,
এই বিবাহ,
সুবর্ণকে এক্ষুনি নিয়ে যাব,
আমার সুবর্ণ,
পড়বে,
করবে নাকো,
কোনো বিয়ে!"

সুবর্ণ কাঁদতে থাকে, " মা বাড়ি যাবো!"
সত্য নিয়ে যেতে চাইলো,
নিয়ে যেতে দিলো না,
মুক্তকেশী,
হায় একি অনাসৃষ্টি কান্ড।

কাশীবাসি হলো সত্যবতী,
রাগে অপমানে,
করলো সে ত্যাগ,
তার সংসারকে।

অন্য দিকে সুবর্ণ,
তার যে নতুন সংসার,
সেই...