...

7 views

অন্য আমি
হাতঘড়ি ছুঁয়ে থাকা শব্দের ঘ্রাণে নিভৃত একচিলতে হাসি,
স্তব্ধ হওয়া ঘড়ির কাঁটায় ফিরে দেখা স্মৃতিকথার রাশি৷
অবাক হওয়া মনকেমনের নীরব বেশের সমাহারে,
পথচলতি বেনামী পরিচয়ের অনুকম্পিত অনাচারে,
রঙিন জীবনের মিথ্যা আপোষের অনুচ্চারিত স্মৃতিতে বিহ্বল এক অন্য আমি৷
অনভ্যস্ত ব্যাকুলতায় প্রতিনিয়ত রোজনামচায় শ্বাসরোধে অপমৃত্যু--এ যে এক অন্য আমি৷
নিরাভরন দুনিয়ায় অক্লেশে আলোড়িত রুদ্ধ অনাদৃত এক কায়া---সত্যিই এক অন্য আমি৷
অনিচ্ছুক হৃদয় আঙিনায় নিঃশব্দে উদ্বেলিত অনিয়মিত স্মৃতিচারণায় বড়ই আপেক্ষিক 'আমি'৷