...

10 views

ফিরে পাওয়া
শ্রাবণ শেষে প্রথম গোধূলিতে
দেখেছি অকপটে তোমাকে
দুটি চোখে লুকোচুরি খেলাতে,
সঁপেছি চঞ্চল মন সেদিনে
তোমায় একান্তে।

শহর ছেড়ে দূরে,
আঁকাবাঁকা পথে
টুকরো স্মৃতি রইল পরে।
কোথায় গেলাম হারিয়ে
বিজন রাতে নিবিড় স্বপ্নে
মনে রেখেছি গেঁথে।

আজ এই নতুন বাঁকে,
হারানো সুরে পেয়েছি,
তোমার স্পর্শ অনুভূতি-
নতুন স্বপ্নে নিজেকে।



© Debabrata Deb