...

1 views

আত্মসমর্পণ,,,
হৃদয়ের কোণায় কোণায় যে,
দীর্ঘশ্বাস হয়ে আছে,
অ্যালবামের পাতায় পাতায় যার
আনন্দময় স্মৃতিচারন,
সে তোমার অ্যালবাম ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছে তোমার হৃদয়কে।

দক্ষিণা বারান্দায় দাড়িয়ে
তার সাথে কতদিন বৃষ্টিকে ছুঁয়েছো,
ঝিরিঝিরি বাতাসের স্পর্শ নিয়েছো
তার হাসির ছন্দে, হাসির ঝলক তোমার মুখে
সে দক্ষিণা বারান্দা ছেড়ে যায়নি,
ছেড়ে গিয়েছে তোমার হাসিকে।

যার হাতে হাত রেখে আকাশ দেখেছো
হেটে গেছো বহুদূর পথ।
ভোরের স্নীগ্ধ আলোয়,
অথবা গোধূলির রক্তিম আভায়,
সে পথ ছেড়ে যায়নি।
শুধু তোমার হাত থেকে, হাত গুটিয়ে নিয়েছ।

যে অট্রালিকার দেয়ালে, দেয়ালে
তার অশরীরী পদচারণা।
শূন্যতার ভাবনার জানালায়
যে দাঁড়িয়ে থাকে অহর্নিশ।
সে তোমার অট্রালিকা ছেড়ে যায়নি,
সে তোমাকে ছেড়েছে।

যেমন করে সময় ছেড়ে যায় মুহূর্তকে।
মেঘ ছেড়ে যায় আকাশকে,
আত্না ছেড়ে যায় দেহকে,
তেমন করেই এ ছেড়ে যাওয়া।

এ এক আশাহীন সত্য,
অকল্পনীয় বাস্তবতা।
যুদ্ধহীন শান্তি আলোচনা,
এ যেনো মানতে না পারার কাছে,
মেনে নেয়ার আত্বসমর্পন।

"আত্মসমর্পণ,,