...

10 views

মানব জীবন
আসিয়াছো তুমি মানব হে সুজলা সুফলা এই ভুবনে এই ভুবন নয়গো আপন কেবল দুদিনেরই ভ্রমণ তবে মিছে কেন করো তুমি কিসের অহংকার তুমি কি জানো না হে ‌ এই জীবন তোমার আসল জীবন নহে জীবন পরীক্ষার খাতা দিন যত যায় কখন যে ফুরায় মুছে যায় জীবনের এক একটি পাতা। তবে সময় থাকতে গোছাও তোমার ক্ষুদ্র এ জীবন যদি নাহি পারো তবে বৃথা এ ভ্রমণ।