...

2 views

কবিতা: পোষ্টম্যান
কবিতা: পোষ্টম্যান

আসল সেবক সংসারে
রোদ ঝড় জল সয়ে
রোজ রোজ ঘোরে কত দ্বারে দ্বারে
যেন দাতা, বিধাতার রূপ বয়ে।

কতলোকের প্রেমপত্র বাহক দায়িত্ব শীল
আবার কারো বিচ্ছেদাদেশ বহন কারী।
কারো আনে চেক খুশি উদ্রেক কারী
কারো বা‌ নোটিশ - দাও কোর্টে হাজিরী।

কারো খামে ভরা
গুম ধরা মেঘাকাশ
কারো বা খোলা পোষ্টকার্ডেই
খুশির উল্লাস।

যা দিল তাই নিতে হয় হাত পেতে
'কেন তুমি হায় এইটুকু দিলে,
কিংবা তুমি কেন এ বিষাদ খবর দিলে'
প্রশ্ন অকারণ বিধাতার কাছে সব কালে।

আসল সাধক সংসারে
সবকিছু নিয়ে নাড়াচাড়া
তবু অজানা, অধরা স্বাদেরে।।

**KRN**
22.04.2024.T
Writco:22.04.2024