...

5 views

নৌকাডুবি
বুড়ো হাঁস, বুনো চালতার মতো উদাস কিশোর–
দাঁড়ে নৌকাবাঁধা হ্রদে চুপিসারে আছে বসে–
অনন্ত সরিষার ক্ষেত বাদামী ভূধরে যেথা সারি সারি আছে মিশে –
মোলায়েম মেঘ-মসলিন লহরীর মতো বেশে।

কী যেন ভাবিছে আহা, মুখ তুলে ঈশান পানে চেয়ে,
খাঁচার টিয়ার ন্যায় নিরুপায় হয়ে ভ্রূকুটিতে
দ্বিধার ধূসর ধোঁয়ায় অবলা জিরাফের মতো মাঠেঘাটে –
কান পাতে সচকিতে ;
প্রশ্ন করে : "কেন গেলে মুছে, কোন্ অভিসন্ধিতে?"

কেন আসিয়াছে খোকা কাগজের নৌকা হাতে? –
বেঁধে উড়োচিঠি বুকে, ফেরেনি কপোত এবারে ;
কিশোরী দাঁড়ায়ে আছে কি সেথা গোলদিঘি পাড়ে ?
নাকি চলে গেছে সমুদ্দুরের ধারে, মালয়-তেপান্তরে !

উদগ্রীব চিঠিখানি তাই পসরের বজরার মতো ক'রে
অস্ফুট শালুকের পল্লবে দিয়াছে ভাসায়ে;
জানে বোধ হয় : পথ পার হ'তে কচুরিপানার মূল –
নাওটিকে দিয়াছে ডুবায়ে; –
রাতে যাহা লিখেছিল সযতনে, শুকতারা-প্রহরীকে লয়ে।


© soumik299