...

4 views

・নিকেল সন্ধ্যের মতো মৃত্যুর অপ্সরা ডাকছে আমায়・
কোনো এক কার্তিক মাসে-
ধানের খোসায় গাঁয়ের বধূর কোমল চুল-
নাড়ি নক্ষত্রের মতো চিতিয়ে পড়েছিল।
ভেজা সাবানের ফেনায় আসক্ত ওই চুলের গন্ধ-
সজনে পাতায় আঁকা;
বকফুলের মতো তার সৌজন্য।
অন্যদিকে ইঞ্জিনের গতিতে ছুটছিল গ্রহের ফের।
মেঘের মতো সাদা এক মন-
সিঁড়ি ভাঙছিল নিতান্ত...