...

4 views

স্পর্শ
পরশমনি

জীবনে রয়েছে বাকি
যে সময়
যাক শুধু আনন্দে
গানে গুঞ্জনে।

যেটুকু পেয়েছি,
আরো একটু কি পেতে পারি
তবে দাও ঢেলে অনুরাগ-
কেউ যেন পুড়ে না মরে
সোহাগের দহনে ।

ভালোবাসা পূর্ণ হোক
শূণ্য হৃদয়ে
ভালোবাসার স্পন্দনে।

জীবন তো একবার আসে ,
স্মৃতি হয়ে থাক হৃদয়ে
পূর্ন হোক তোমারি দানে।।
----------
দেবব্রত দেব