...

9 views

তার নাম
নাম টা কি হলো জানা কোন এক শরতের বিকেলে,
তার মুখে কত কথা কত বুলি শুনি আনেক বেসি আবেগ এ,
সেই বিকেলে বেলা চা এর কাপ এ কত না কথা সকলে,
আমি তার দিকে চেয়ে রই কি করে সে এক কোনে,
কিছু বন্ধু মিলে কথা বলছে সে আনেক বেসি ফুরতিতে,
নাম তার জান্তে চাওয়ার ইচ্ছে হয়ে অনেক বেসি কৌতুহল এ,
কে এই ললনা কার যার সাথে মিল পাই আমার সেই রাত এর সপ্নে,
আমার আবেগ এ চলে যাই তারি কাছে
কেফের অই কোনা তে,
হাত বারিয়ে বলি আমি নিজে তার হাসির অনেক ভক্ত যে,
নাম কি ললনা তোমার বলো না সুনি বলবে কি লজ্জা ফেলে,
তার নাম মউমিতা বলে তার পাসে বসা বান্ধবি টি রেগে,
তার পর চলে গেছে আর দশ টি বছর তাকে যেনে বুঝে,
এখন সে আমার অনেক আপন তার সব কিছু আমার জানা আছে,
এভাবেই পরিচয় শুধু নাম টি যেনে।